Speed News: রামপুরহাট-কাণ্ডে CBI তদন্তের নির্দেশে সন্তুষ্ট বগটুই গ্রামের বাসিন্দারা, সঙ্গে আরও খবর ।Bangla News

Continues below advertisement

রামপুরহাটকাণ্ডে কালকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় সন্তুষ্ট বগটুই গ্রামের বাসিন্দারা। এদিকে আজ রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল।

রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। সিবিআই-কে ৭ এপ্রিলের রিপোর্ট জমা দিতে হবে। বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ’। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

"আমি সর্বভারতী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অবস্থানটা খুব স্পষ্টভাবে জানাচ্ছি। আমাদের দলের নেতৃত্বের যা অবস্থান তাতে আমরা মনে করছি রামপুরহাটে যা যা ব্যবস্থা নেওয়ার ছিল, তদন্তে যা যা করার ছিল রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে।" হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আরও বলেন, "CBI যদি আসল তদন্ত না করে বিজেপির কথায় অন্য রাজনীতি করে তাহলে গণ আন্দোলন এবং প্রতিবাদ হবে।"

রামপুরহাট হত্যাকাণ্ডে এবার নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের শ্যালককে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃত রাজেশ শেখ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। ভাদু শেখ খুনের পর, তাঁর শ্যালক রাজেশ কোথায় ছিলেন, তাঁর ভূমিকা কী ছিল, সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছেন সিটের তদন্তকারীরা। গতকাল গ্রেফতার হন রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনও। এর আগে রামপুরহাট হত্যাকাণ্ডে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram