Indian Politics: অ্যাপলের অ্য়ালার্ট মেসেজ ঘিরে ভারতীয় রাজনীতিতে নতুন করে শুরু 'আড়ি পাতা' বিতর্ক
ABP Ananda Live: অ্যাপলের অ্য়ালার্ট মেসেজ (Apple massage alart) ঘিরে ভারতীয় রাজনীতিতে (Indian Politics) নতুন করে শুরু হয়েছে 'আড়ি পাতা' বিতর্ক। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই এ নিয়ে অ্যাপলকে নোটিস (Notice) পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব। আড়িপাতার অভিযোগে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। চিঠিতে তিনি লিখেছেন, তিনি এবং লোকসভার অনেক সদস্যই অ্যাপলের থেকে মেসেজ ও মেল পেয়েছেন। '...যেখানে তাঁদেরকে জানান হয়েছে তাঁরা রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের দ্বারা টার্গেট হয়েছেন'। বিতর্কের মধ্য়েই এ বিষয়ে অ্যাপল সংস্থার তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট আক্রমণকারীরা আর্থিক দিক থেকে শক্তিশালী এবং পরিশীলিত। তাদের আক্রমণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, জানিয়েছে অ্যাপল। 'থ্রেট ইনটেলিজেন্সের উপর ভিত্তি করে এই ধরনের আক্রমণ শনাক্ত করা অনেক সময় ত্রুটিপূর্ণ ও অসমপূর্ণ হয়'। 'এটা সম্ভব যে, অ্যাপলের কিছু থ্রেট নোটিফিকেশন মিথ্যে অ্যালার্ম হতে পারে, বা কিছু আক্রমণ শনাক্ত করা যায়নি'। ABP Ananda Live