Srinagar Bus Attack: শ্রীনগরে জঙ্গিহানার রিপোর্ট চাইলেন প্রধানমন্ত্রী, নিহতদের পরিবারকে সমবেদনা | Bangla News

Continues below advertisement

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) রাজ্য সশস্ত্র পুলিশের বাস ঘিরে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে একজন এএসআই (ASI)-সহ একাধিক পুলিশকর্মীর। সূত্রের খবর, হামলার দায়স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স নামে এক জঙ্গি সংগঠন।

শ্রীনগরে হামলার রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রী। মৃত নিরাপত্তারক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ নরেন্দ্র মোদির। দেশ চায় শান্তি। আতঙ্কের শেষ হোক, ট্যুইট রাহুল গাঁধীর।

কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) সঙ্গে জুড়ল গঙ্গার ললিতা ঘাট। শিব দীপাবলিতে গঙ্গাবক্ষ থেকে সন্ধ্যারতি দেখলেন মোদি।

ক্রুজে এসে প্রথমে গঙ্গাস্নান, পরে বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কালভৈরব মন্দির থেকে জলপথে গেলেন কাশী। ভোটের টানে কাশীতে, কটাক্ষ কংগ্রেসের।

কংগ্রেসের (Congress) পর গোয়ায় এবার এনসিপি-কে ধাক্কা তৃণমূলের (TMC)। জোড়াফুলে যোগ একমাত্র বিধায়কের। তৃণমূল বিধায়ক হিসাবে দেখতে অধ্যক্ষকে চিঠি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram