১০টায় সারাদিন: ৫ নভেম্বর নবান্ন থেকে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর, সঙ্গে আরও খবর
বিজেপি নেতার মৃত্যুতে অগ্নিগর্ভ হাওড়ার বাগনান। উলুবেড়িয়া, বাগনানে একাধিক জায়গায় অবরোধ বিজেপির। অভিযুক্তর বাড়িতে আগুন, লাঠিচার্জ পুলিশের। কাল ১২ ঘণ্টার বাগনান বনধের ডাক বিজেপির। অষ্টমীর রাতে গুলিবিদ্ধ হন বাগনানের বিজেপি নেতা। আজ এনআরএসে বিজেপি নেতা কিঙ্কর মাঝির মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। করোনা আক্রান্ত হয়ে বিজেপি নেতার মৃত্যু, দাবি পুলিশের। পুলিশের দাবি মানতে নারাজ বিজেপি ও মৃতের পরিবার।
অন্যদিকে, অষ্টমীর রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু। ক্লাব থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে বেধড়ক মার। কলকাতার বেসরকারি হাসপাতালে বিজেপি কর্মীর মৃত্যু। পিটিয়ে মেরেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। অভিযোগ উড়িয়ে সঠিক তদন্ত দাবি তৃণমূলের।
১৫ দিনের বেশি সময় ধরে আর জি কর হাসপাতালের মর্গে পড়ে পটাশপুরের বিজেপি কর্মী মদন গড়াইয়ের মৃতদেহ। এখনও পর্যন্ত হয়নি দ্বিতীয়বার ময়নাতদন্ত। এরই প্রতিবাদে আজ মেয়ো রোডে গাঁধী মূর্তির সামনে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থানে বসেন বিজেপির নেতা-কর্মীরা। ছিলেন দলের মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন সায়ন্তন বসুও। কেন দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।