১০টায় সারাদিন: আগামীকাল বাবরি-মামলার রায়, কৃষি-আইনের বিরুদ্ধে ২ অক্টোবর পর্যন্ত লাগাতার বিক্ষোভ ও অন্য খবর
বুধবার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। এই মামলায় অভিযুক্ত লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, উমা ভারতী-সহ মোট ৩২ জন। ২৮ বছর ধরে চলা মামলায় তাঁদের ভাগ্য নির্ধারণ হবে কাল। কাজ করেও উত্তরবঙ্গে মূল্য না পাওয়ার আক্ষেপ মুখ্যমন্ত্রীর। ব্যর্থতা ঢাকার চেষ্টা, কটাক্ষ দিলীপ ঘোষের। উত্তরবঙ্গে কোভিড নিয়ন্ত্রণে, তাও পুজোর সময় থাকতে হবে সচেতন, বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপির থেকে পুরুলিয়ার জয়পুর পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। কোচবিহারেও বিজেপিতে ভাঙন। বলিউড মাদক-কাণ্ডে ফরেন্সিক পরীক্ষায় যাচ্ছে দীপিকা, সারা, শ্রদ্ধার ফোন। কৃষি-আইনের বিরুদ্ধে ২ অক্টোবর পর্যন্ত লাগাতার বিক্ষোভ। কৃষকদের অপমান করছে বিরোধীরা, মন্তব্য প্রধানমন্ত্রীর। জেলার কোভিড হাসপাতালে রাখতে হবে কুইক রেসপন্স টিম, নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লক্ষ পেরোল। বাসুকিতালের চারপাশ ঢাকল বরফে।