১০ টায় সারাদিন: 'কালীপুজোয় বাজি ফাটাবেন না', আবেদন মুখ্যসচিবের, 'নিষিদ্ধ হোক বাজি', হাইকোর্টে জনস্বার্থ মামলা, সঙ্গে আরও খবর

Continues below advertisement
করোনা আবহে দুর্গাপুজোর মতো বাকি উৎসবে জারি হোক কড়া বিধিনিষেধ। নিষিদ্ধ হোক শব্দবাজি। জোড়া জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। 'কালীপুজোয় বাজি ফাটাবেন না।' আবেদন মুখ্যসচিবের। বিসর্জনের সময় শোভাযাত্রা না করারও অনুরোধ। করোনা আবহে সব ধরনের বাজি নিষিদ্ধ করল ওড়িশা সরকার। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা বিনয় তামাঙ্গের। গুরুঙ্গের প্রত্যাবর্তনের প্রতিবাদে পাহাড়জুড়ে বিক্ষোভ। এদিকে, লোকাল ট্রেন কীভাবে? বৈঠকে রেল। পটাশপুরের সভা থেকে ফের বিতর্কিত শুভেন্দু অধিকারী। অবশেষে শুরু দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ। আগামিকালের মধ্যেই সম্পন্ন হবে কাজ। এদিন জানিয়েছে সেচ দফতর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram