১০টায় সারাদিন: বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, গেলেন বাঁকুড়ার গ্রামে, সবই নাটক, একগ্লাস জলও তো খেলেন না, পাল্টা বিজেপি

Continues below advertisement
আদিবাসী মন জয়ে এবার বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি। বাঁকুড়ার গ্রামে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবই নাটক, একগ্লাস জলও তো খেলেন না, পাল্টা বিজেপি।
টাকা দিলে নিন, ভোট নয়। ফের ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার মমতার। বিজেপির বিরুদ্ধে বহিরাগত দিয়ে হিংসা ছড়ানোর চক্রান্তের অভিযোগ। ঝড়েই উড়বে তৃণমূল, পাল্টা দিলীপ ঘোষ।
ভোটের আগে এবার দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। জুন পর্যন্ত বিনামূল্যে রেশন, ঘোষণার মমতার।
দলবল নিয়ে তৃণমূলে মিমের একাধিক নেতা। বিহারের মতো বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি। গেলে যাক, বলছে মিম। আঁতাত স্পষ্ট, অভিযোগ দিলীপের।
নারদকাণ্ডে তৃণমূলের ৩ নেতাকে ফের নোটিস ইডির। ফিরহাদ, প্রসূন, মদন মিত্রর থেকে নথি তলব। কিছু করতে না পেরে শুধুই হেনস্থা করার চক্রান্ত, দাবি পুরমন্ত্রীর।
বাংলায় ভোটের জন্য তৎপরতা কংগ্রেস শিবিরেও। ২৭ নভেম্বর প্রদেশ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাহুল গাঁধী। কথা হতে পারে বামেদের সঙ্গে জোট-ফর্মুলা নিয়েও।
মেলেনি স্বাস্থ্য দফতরের ছাড়পত্র। সাগর দত্ত মেডিক্যালে হল না স্পুটনিক ভি-র দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। প্রয়োজনীয় নথি দিতে পারেনি দায়িত্বপ্রাপ্ত সংস্থা, দাবি হাসপাতালের।
রাশিয়ার ভ্যাকসিন পরীক্ষায় বাধা দিচ্ছে রাজ্য। বঞ্চিত হচ্ছে মানুষ। অভিযোগ দিলীপের। নাটক করছে কেন্দ্র। কাদের থেকে টিকা নিতে হবে জানাক। রাজ্য প্রস্তুত। পাল্টা মমতা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram