৭ টায় বাংলা (১):মণ্ডপে ‘নো-এন্ট্রি’', রায় হাইকোর্টের; কৃষি আইন নিয়ে তৃণমূলকে কটাক্ষ নাড্ডার, সঙ্গে আরও খবর

Continues below advertisement
দর্শকশূন্য থাকবে পুজো মণ্ডপ। প্রতিটা পুজো মণ্ডপ নো-এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে। পুজো মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। এদিকে, হাইকোর্টের রায়ের দিনেই গড়িয়াহাটে চলছে শেষ মুহূর্তের পুজোর কেনাকাটা। অনেকের নেই মাস্ক। শিকেয় করোনা বিধি। কৃষি আইন ও আয়ুষ্মান প্রকল্পের বিরোধিতা করছে তৃণমূল। শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ জেপি নাড্ডার। এই কটাক্ষের পাল্টা দিয়েছে তৃণমূল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram