৭টায় বাংলা (২): শারীরিক স্থিতিশীলতা ফেরাতে তৃতীয় ডায়ালিসিসের সম্ভাবনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের, কেন্দ্রের প্রকল্প চালু না করা নিয়ে ফের সরকারকে আক্রমণ রাজ্যপালের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
৭টায় বাংলা (২): সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরের ভিতর রক্তক্ষরণ। কী কারণে রক্তক্ষরণ, জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা। কমেছে হিমোগ্লোবিনের মাত্রা, খবর বেলভিউ সূত্রে। শারীরিক স্থিতিশীলতা ফেরাতে তৃতীয় ডায়ালিসিসের সম্ভাবনা। প্লেটলেটের পরিমাণ স্বাভাবিক রয়েছে। ফুসফুস সহ শরীরের সংক্রমণ কমে গেছে। স্বাভাবিক ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা ও স্নায়ুর সমস্যা কাটাতে এখনও ওষুধ চলছে। আয়ুষ্মান ভারত থেকে কিষাণ সম্মান নিধি, কেন্দ্রের প্রকল্প চালু না করা নিয়ে ফের সরকারকে আক্রমণ রাজ্যপালের। 'আয়ুষ্মান ভারত গ্রহণ করলেই কি কোভিড পরিস্থির উন্নতি হবে পাল্টা প্রশ্ন তৃণমূলের। ফলে পাহাড় সফরের শুরুতে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। মল্লারপুরে পুলিশি হেফাজতে থাকা নাবালক আত্মহত্যা করেছে। ময়না তদন্তে থাকা রিপোর্টকে হাতিয়ার করে দাবি পুলিশের। থানার সিসিটিভি ফুটেজ না থাকায় ইলেকট্রিকের তার দিয়ে নাবালক শৌচাগারে গিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের এই দাবির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শীর্ষ অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement
Tags :
Health Of Soumitra Chatterjee Mallarpur Jagdeep Dhankhar Soumitra Chatterjee ABP Ananda LIVE Abp Ananda