৭টায় বাংলা (২): বিধানসভা ভোটের আগে কলকাতার পুর ভোট? ভয় পেয়ে এতদিন ভোট পিছোনোর চেষ্টা তৃণমূলের, কটাক্ষ সিপিএম-কংগ্রেসের

Continues below advertisement
বিধানসভা ভোটের আগেই কলকাতা পুর ভোট। মার্চের শেষে হতে পারে কলকাতা পুর ভোট। ভোটার তালিকা চূড়ান্ত দেওয়ার দেড় মাসের মধ্যে ভোট রাজ্য নির্বাচন কমিশনকে জানালো সরকার। ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ হবে। তালিকা পুরভোট উপযোগী করতে আরও এক মাস সময় নেওয়া হবে। রাজ্যের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানাচ্ছে কমিশন। এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা নির্দিষ্ট করে কোনও মাসের কথা বলিনি। আমরা সবসমই তৈরি আছি। নির্বাচন কমিশন যেদিন বলবে সেদিনই করব।' 'BJP যে কোনও সময় ভোটের জন্য তৈরি। গোটা রাজ্যে পুর ভোট চাই।' মন্তব্য Dilip Ghosh-এর।  'ভয় পেয়ে এতদিন ভোট পেছানোর চেষ্টা করেছে Trinamool Congress।' অভিযোগ Sujan Chakraborty-র। Trinamool Congress-এর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন Congress নেতা Adhir Ranjan Chowdhury-ও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram