West Bengal Assembly Election 2021: 'BJP আমাদের ভয় দেখানোর জন্য এসব করছে' দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে BJP-র দ্বারস্থ হওয়ার প্রসঙ্গে বললেন Saugata Roy

Continues below advertisement
দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছালেন BJP-র প্রতিনিধি দল। বাংলার পরিস্থিতি নিয়ে চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের প্রতিনিধিরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। পাশাপাশি ২০২০-র ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে BJP। জাতীয় নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বলা হয়েছে দ্রুত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে BJP-র পক্ষের প্রচার চালানোই কঠিন। পাশাপাশি চিঠিতে BJP-র আবেদন, স্বচ্ছতা বজায় রাখতে ভোট প্রক্রিয়া থেকে বিরত রাখা হোক রাজ্য সরকারি ফেডারেশনের সদস্যদের। অবিলম্বে রাজ্য নির্বাচন আচরণ বিধি চালুরও আর্জি জানিয়েছে BJP। এই কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে Trinamool Congres সাংসদ Saugata Roy বলেন, 'BJP আমাদের ভয় দেখানোর জন্য এসব করছে। নির্বাচন ঘোষণার আগে মডেল কোড অফ কন্ডাক্ট চালু করা যায় না। প্রশাসনিক ব্যবস্থাও নির্বাচন কমিশনের অধীনে দেওয়া যায় না। BJP যে দাবি করছে সেটা অযৌক্তিক ও অবান্তর।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram