৭টায় বাংলা: জানবাজার সম্মিলিত সমিতিতে দশ মহাবিদ্যার আরাধনা, আমহার্স্ট স্ট্রিটের যুবশ্রী কালীপুজো, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির পুজোয় হয় বরাবরই হয় দশ মহাবিদ্যার আরাধনা। করোনা আবহেও বজায় রয়েছে সেই ধারা। বিশাল মণ্ডপে পৌঁছানোর রাস্তা জুড়ে অপূর্ব আলোকসজ্জা রয়েছে। এবিপি আনন্দের দীপালোকে সেরা পুজোর আলোক আনন্দ সম্মান পাচ্ছে এই পুজো। আমহার্স্ট স্ট্রিট যুবশ্রী কালী পুজো এবার ৬২ বছরে পড়ল। ঐতিহ্যকে সঙ্গী করেই এখানে আরাধনা হয় শ্য়ামা মায়ের। মণ্ডপ সাজানো হয়েছে ঝিনুক ও কাঁচ দিয়ে। এই প্রতিমার রূপ একেবারে সাবেকি। তারাপীঠে চলছে ভূত চতুর্দশীর আরতি। আজ অযোধ্যা দীপোৎসব। জ্বলছে সাড়ে পাঁচ লক্ষ প্রদীপ। লেক কালী বাড়িতে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা কাণ্ডে এফআইআর জয়গাঁ থানায়। এফআইআর দায়ের করে জেলা বিজেপি। 'উত্তরবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরেছে তৃণমূলের। তাই মোর্চার সঙ্গে জোট বেঁধে অশান্তি তৈরির চেষ্টা করছে। বিজেপি জয়কে সঙ্গে করে এগিয়ে চলেছে। মানুষকে সঙ্গে নিয়ে একুশের পরিবর্তন।' হামলার পরের দিন এবিপি আনন্দকে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram