৭টায় বাংলা (১): এখনও শুরু হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লক গেট মেরামতির কাজ, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তুলোধনা রাজ্যপালের, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
৭টায় বাংলা (১): ২৪ ঘণ্টা পার। এখনও মেরামতি হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লক গেট। জল সঙ্কটের অভিযোগ দুর্গাপুরের একাংশের। বালির বস্তা ফেলে জল অন্যত্র নেওয়ার চেষ্টা।  দুর্গাপুর ব্যারাজ থেকে পাইপ লাইনের মাধ্যমে বাঁকুড়ার একাংশে পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু লক গেট বিপর্যয়ের জেরে তা বন্ধ রয়েছে। সেই কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাহাড়ে ওঠার আগেই দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তুলোধনা করেও রাষ্ট্রপতি শাসন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। কল্যাণীর গয়েশপুরে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে তৃণমূল-বিজেপির মধ্য়ে চাপানউতোর তৈরি হয়েছে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ। যদিও শাসকদলের তরফে সব অভিযোগ অস্বীকার হয়েছে। পাল্টা অভিযোগ করে বলা হয়, ওই যুবক তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন।  বিষয়টি খুন না কি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আগামীকাল কল্যাণীতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। সঙ্গে দেখুন অন্যান্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram