Kolkata Medical College: মেডিক্যাল কলেজ থেকে উধাও করোনা আক্রান্ত!

Continues below advertisement
কলকাতা মেডিক্যাল কলেজ থেকে করোনা আক্রান্ত উধাও! সকাল থেকে করোনা আক্রান্ত নিখোঁজ। করোনার উপসর্গ নিয়ে রবিবার মেডিক্যালে ভর্তি। রবিবার মেডিক্যাল কলেজে ভর্তি হন পাইকপাড়ার এক বাসিন্দা। তাঁর উধাও হওয়ার কথা জেনেও খবর না দেওয়ার অভিযোগ পরিবারের। সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ চলছে, দাবি কর্তৃপক্ষের।
এর আগেও মেডিক্যাল কলেজে একাধিকবার বিপত্তি ঘটেছে। ৩১ অগাস্ট ওয়ার্ড থেকে বেরিয়ে ছুটতে থাকেন এক করোনা রোগী। তাঁকে ওয়ার্ডে ফেরাতে হিমশিম অবস্থা হয় স্বাস্থ্যকর্মীদের। করোনা আক্রান্ত না হওয়া সত্ত্বেও চিকিৎসা করা হচ্ছে তাঁর, এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ঘোরেন ওই রোগী। কয়েকঘন্টার ব্যবধানে পরপর দু’বার ওয়ার্ড থেকে বেরিয়ে যান তিনি। প্রথমবার তড়িঘড়ি তাঁকে ফেরানো সম্ভব হলেও দ্বিতীয়বার ফিরিয়ে নিয়ে থেকে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। প্রায় ২০ মিনিট এমার্জেন্সির বাইরে ঘোরাঘুরি করেন তিনি। পরে বুঝিয়ে ওয়ার্ডে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
এর আগে ২১ অগাস্ট সঠিক চিকিৎসা হচ্ছে না, এই অভিযোগে অভাবনীয় কাণ্ড করে বসেন এক কোভিড-১৯ রোগী! তিনি বাড়ি যাবেন বলে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত বাড়ির পথে পা না বাড়িয়ে লকডাউনে বন্ধ কফিশপের বাইরে বসে রইলেন তিনি। করোনা আবহে খোদ কলকাতার বুকে ঘটে যাওয়া এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জনসাধারণের সুরক্ষা।
কলকাতা মেডিক্যালের গ্রিন বিল্ডিংয়ে ৬ তলার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন নিমতার বাসিন্দা বছর ৬৫-র ওই ব্যক্তি। আজ সকালে সেখান থেকেই ওই ব্যক্তি নিচে নেমে আসেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সামনে দিয়েই তিনি বেরিয়ে আসেন হাসপাতাল চত্বর থেকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর মনে হচ্ছিল হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই বাড়ি চলে যাওয়ার জন্যই বেরিয়ে আসেন। লকডাউনে বন্ধ কফিশপের বেঞ্চে বসেছিলেন তিনি।
বিষয়টি নজরে আসে হাসপাতালের কর্মীদের। ওই ব্যক্তিকে সহজেই চিহ্নিত করতে পারেন তাঁরা। এরপর তাঁকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বেডে।
 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram