আজ বাংলায়: ‘ঘরের ছেলে নরেন’, ভিডিও পোস্ট বঙ্গ বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Continues below advertisement
রাজ্যে এলে করোনা ভ্যাকসিন। বারাসাত ও হুগলিতে পৌঁছল ভ্যাকসিনের ডোজ। 
‘স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার সমস্যা তৈরি করতে পারে। চর্মরোগ ছাড়াও, নানা রোগের সৃষ্টি করতে পারে স্যানিটাইজার। কোন স্যানিটাইজারের কী মান, দেখার কোনও সুযোগ নেই।’ ঘাটালে শিশু মেলার অনুমতির মামলায় মন্তব্য হাইকোর্টের। ‘মেলা হলে ভয়ঙ্কর হতে পারে করোনা পরিস্থিতি।’ আশঙ্কার কথা জানিয়ে মেলা কমিটির ৩ সদস্যের মামলা। ‘মেলায় শুধু শিশুদেরই ঢোকার অনুমতি দেওয়া হোক,’ করোনা পরিস্থিতির উল্লেখ করে মামলাকারীদের আবেদন। ‘মেলা কর্তৃপক্ষকে কী কোনও নির্দেশ দিয়েছেন ডিএম?’ ডিএমের গাইডলাইন জানাতে নির্দেশ হাইকোর্টের।
দুর্গাপুরে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিলে মানিব্যাগ-মোবাইল চুরি! মিছিল চলাকালীন ২০টি মানিব্যাগ ও ৩০টি মোবাইল চুরির অভিযোগ। বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের। সাংসদ অহলুওয়ালিয়ার ছেলের মোবাইল চুরির অভিযোগ। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের বিজেপির তরফে।
মঙ্গলবারও শিক্ষক ও শিক্ষাকর্মীদের কর্মসূচি ঘিরে ধুন্ধমার বাঁধল ময়দান চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা। বাধা পেয়ে শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে বসলেন তাঁরা। ভোট এলেই এরকম আন্দোলন হয়, ঘটনা প্রসঙ্গে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে জমি জখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জমির মালিক বাধা দিলে, তা নিয়ে অশান্তি বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অবশ্য বক্তব্য, তাঁরা নিয়ম মেনেই মেনেই সবকিছু করেছেন।
এক নরেনের জন্মজয়ন্তীর দিনে আরেক নরেন-কে নিয়ে বিতর্ক। আজ নিজেদের ট্যুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি। তাতে ক্যাপশন ‘ঘরের ছেলে নরেন’। এই নিয়ে পাল্টা কটাক্ষ করে ট্যুইটারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, আমাদের ঘরের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। যাঁকে বিশ্ব চেনে স্বামী বিবেকানন্দ নামে। কিন্তু ফরেন থেকে এল এ কোন নরেন! ট্যুইটার পোস্টে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশ্ন, ঘরের ছেলে বলছেন! তাহলে এই নরেন কোথায় ছিলেন এতদিন? ৮ মাস হয়ে গেল, তাঁর দেখা নেই বাংলায়। ঘরের ছেলে আমফানের ত্রাণ আর জিএসটির বকেয়া আটকে রাখেন কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram