আজ বাংলায় : চিকিৎসার পর সুন্দরবনে জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল; মণীশ শুক্ল হত্যাকাণ্ডে শার্প শ্যুটারের খোঁজে রাতভর তল্লাশি
Continues below advertisement
ফিট সার্টিফিকেট মিলতেই গভীর জঙ্গলে ছাড়া হল খাঁচা-বন্দি রয়্যাল বেঙ্গলকে। কুলতলি থানার বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়া বাঘটিকে আজমলমাড়ির জঙ্গলের চর থেকে খাঁচাবন্দি করেন বন দফতরের কর্মীরা। ঝড়খালি রেসকিউ সেন্টারে তার চিকিত্সা পর, ফের ছাড়া হল জঙ্গলে। তিন মাস আগে মণীশের আগ্নেয়াস্ত্র হাতছাড়া হওয়ার খবর পেয়েই কি খুনের ছক? মণীশ শুক্ল হত্যাকাণ্ডে শার্প শ্যুটারের খোঁজে ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনায় রাতভর তল্লাশি সিআইডির। মণীশকে খুনের পরিকল্পনাও হয় ৩ মাস আগে। শার্প শ্যুটার নাসিরকে একাধিক বার সুপারি দেয় ধৃত খুররম। আগেও মণীশকে খুনের চেষ্টা করে নাসির। খুনের আগে ঘটনাস্থল বেশ কয়েকবার রেকি করা হয়। পাড়ুইয়ে ব্যাপক বোমাবাজি ঘিরে তৃণমূল-বিজেপি তরজা।
Continues below advertisement
Tags :
Jharkhali TMC Vs BJP Manish Shukla Murder Parui Kultoli ABP Live Royal Bengal Tiger Bombing Abp Ananda Birbhum