আজ হতে পারে উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্ত, এবার PK-য় অসন্তুষ্ট ময়নাগুড়ির বিধায়ক, দেখুন, এক ঝলকে

Continues below advertisement
পুলিশের বিরুদ্ধে NJP থানায় নিহত BJP কর্মী উলেন রায়ের পরিবার। পুলিশের গুলিতেই মৃত্যুর অভিযোগ। আজ ফের হতে পারে ময়নাতদন্ত, খবর সূত্রের। পিকে-কে নিয়ে এবার বিস্ফোরক ময়নাগুড়ির Trinamool Congress-এর বিধায়ক। "দল হারলে হারবে প্রশান্ত কিশোরের জন্যই।" বিস্ফোরক অনন্তদেব অধিকারী। "টিম পিকের জন্য দলের সাংগঠনিক ক্ষতি। কলকাতায় বসে সব মূল্যায়ন করা যায় না।" পিকে প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের। উত্তরকন্যা অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগ। Kailash Vijayvargiya, Dilip Ghosh-দের নামে তিন FIR। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর সহ একাধিক ধারায় মামলা। আটকাতে না পেরে আক্রান্তদের বিরুদ্ধেই মামলা। কটাক্ষ BJP-র। শিলিগুড়িতে BJP কর্মী মৃত্যুতে অব্যাহত রাজনৈতিক তরজা। বন্দুকে পুলিশের গুলি ভরার ভিডিও ট্যুইট Kailash Vijayvargiya-এর। ঠাণ্ডা মাথায় খুন। সত্য সামনে আসছে। ট্যুইট অমিত-মালব্যর। পুলিশের বক্তব্যেই আস্থা। ছবি বিকৃতির আশঙ্কা Saugata Roy-এর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram