‘বাংলার জন্য যা যা দরকার, প্রধানমন্ত্রীর থেকে চেয়ে নিন’, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি অধীরের
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক। তার আগে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য বার্তা দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘বাংলার জন্য যা যা দরকার তা আদায়ের দাবি জানান। আমাদের দুর্ভাগ্য যে তালিকা অনুযায়ী শ্রমিক ট্রেনের ৪৪ শতাংশ যাচ্ছে উত্তরপ্রদেশে, ৩০ শতাংশ যাচ্ছে বিহারে। আপনি ট্রেন চাইলে কোনও পরিযায়ী শ্রমিক বাইরে থাকবে না।' অসুস্থ ও তাঁদের পরিজনদের জন্য ট্রেনের ব্যবস্থা করার দাবিও জানান কংগ্রেস সাংসদ।
Tags :
Corona News Update Coronvirus News Covid 19 Update Corona Outbreak Congress MP Adhir Chowdhury Abp Ananda Lockdown