Refer Controversy in Hospitals: রেফার রোগে টানাপোড়েন, ২৬ ঘণ্টা পর SSKM-এ ভর্তি রোগী
Continues below advertisement
ফের রেফার রোগ। কাঠগড়ায় তিন-তিনটি সরকারি হাসপাতাল। প্রায় ২৬ ঘন্টা টানাপোড়েন শেষে SSKM-এ ভর্তি হলেন রোগী। ২২ জানুয়ারি, পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন শিলিগুড়ির বাসিন্দা রতনচন্দ্র শীল।তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। রোগীর পরিবারের অভিযোগ, প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, মেলেনি সঠিক চিকিত্সা পরিষেবা। গতকাল সকাল ৬টায় এসএসকেএমে নিয়ে আসার পর শুরু হয় টানাপোড়েন। এসএসকেএম থেকে RG Kar, শেষে এনআরএস থেকেও ফেরানো হয় রোগীকে। শেষপর্যন্ত আজ সকালে এসএসকেএমেই তাঁকে ভর্তি করা হয়। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Bed Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Patient Sskm Abp Ananda