আজ বাংলায়: বদলি না হওয়ার 'আক্রোশ', অফিসে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা গ্রাম পঞ্চায়েতের মহিলা কর্মীর!

Continues below advertisement
মালদায় অফিসে ঢুকে এডিএম-এর উপর অ্যাসিড হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা| আজ ঠিক সন্ধের সময় মালদার অতিরিক্ত জেলা পর্ষদের জেলাশাসক অফিসে থাকাকালীন তাঁর উপর হামলা হয়| গ্রাম পঞ্চায়েতের মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ| বদলির চেষ্টা করছিলেন ওই মহিলা, বদলি না হওয়ার আক্রোশেই এই হামলা বলে জানা যাচ্ছে সূত্র মারফত| ঘটনার লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়| তদন্ত শুরু করেছে পুলিশ|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram