'Al-Qaeda Terrorists' Arrest: অস্ত্র সংগ্রহে শ্রীনগরে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত সন্দেহভাজন আলকায়দা জঙ্গিদের?
Continues below advertisement
রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তারা পাকিস্তানে যোগাযোগ করছিল। সাধারণ মানুষকে খুন করার পরিকল্পনা ছিল তাদের।
ওই জঙ্গিদের দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল বলে এনআইএ সূত্রে দাবি। ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। রাজ্যে এনআইএ-র তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক।
সূত্রের খবর, মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি এবং রানিনগর থেকে তল্লাশি চালিয়ে ওই ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
Continues below advertisement