আলিপুরদুয়ারের বারভিসায় টোল প্লাজায় ‘তাণ্ডব’, ৩০ লক্ষ টাকা লুঠের অভিযোগ
Continues below advertisement
আলিপুরদুয়ারের বারভিসায় টোল প্লাজায় ‘তাণ্ডব’। গাড়ির টোল চাওয়ায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। বন্দুক দিয়ে কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। রাতে তাণ্ডবের পরে সকালে ফের টোল প্লাজায় চড়াও। ‘একই নম্বরের গাড়ি নিয়ে টোল প্লাজায় ভাঙচুর’। টোল প্লাজা থেকে ৩০ লক্ষ টাকা লুঠের অভিযোগ। কুমারগ্রাম থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর, চন্দ্রাকলা তিরকির নামে গাড়ির রেজিস্ট্রেশন। ‘তৃণমূল নেতা দশরত তিরকের স্ত্রীর নামও চন্দ্রাকলা।’ তাণ্ডব চালিয়েছে দশরথ তিরকে, অভিযোগ বিজেপির। অভিযোগ নিয়ে এখনও মেলেনি তৃণমূল নেতার প্রতিক্রিয়া।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali Live Vandalization At Toll Plaza Barvisa ABP Ananda LIVE Alipurduar Toll Plaza Abp Ananda TMC BJP