আলোক আনন্দ ২০২০: দক্ষিণেশ্বরের মন্দির দর্শকদের জন্য খুলবে সকাল ৬টায়, মানতেই হবে কোভিড বিধি
Continues below advertisement
আগামীকাল শ্যামা মায়ের পুজো উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরের বিশেষ আয়োজন কী? নিউ নর্মালে দক্ষিণেশ্বরের পুজো প্রস্তুতি প্রসঙ্গে এবিপি আনন্দের প্রতিনিধি জানান, ভোর ৪টের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হবে পুজো প্রস্তুতি। আর সকাল ৬টার মধ্যে জনসাধারণের জন্য খুলে যাবে মন্দির। কোভিড প্রোটোকল মেনে ঢুকতে হবে দর্শকদের। আচার-রীতি মেনেই সকাল থেকে চলবে পুজো।
Continues below advertisement