দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন, করোনা আবহে তৈরি করা হয়েছে স্যানিটাইজিং টানেল

Continues below advertisement
দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন। করোনা আবহে মন্দির চত্বরে তৈরি করা হয়েছে স্যানিটাইজিং টানেল। পরবর্তী ধাপে থার্মাল স্ক্রিনিংয়ের পর মন্দিরে প্রবেশ করতে পারছেন ভক্তরা। সামাজিক দূরত্ব বিধি লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। ভিড় এড়াতে ঘিরে দেওয়া হয়েছে নাট মন্দির। ভোরে মন্দির খোলার পর শুরু হয় মঙ্গলারতি। এরপর ধূপ আরতি হয়। দুপুর ১টায় হবে ভোগ আরতি। এরপর সন্ধ্যারতি। ১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram