Amartya Sen On Land Controversy: 'সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলার পরিণাম?' শান্তিনিকেতনের বাড়ি বিতর্কে অমর্ত্য বললেন, 'ছোটোলোকামি ঢাকা যাচ্ছে না’
Continues below advertisement
শান্তিনিকেতনের বাড়ি বিতর্কে এবার মুখ খুললেন অমর্ত্য সেন। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী এবিষয়ে সহানুভূতি জানিয়ে চিঠি দিয়েছেন, এটা নিয়ে দুঃখ করার কিছু কারণ নেই। কিন্তু বিশ্বভারতী থেকে হঠাৎ এভাবে মিথ্যে কথা বলা শুরু করল কেন? এটার বোধ হয় রাজনৈতিক কিছু কারণ থাকতে পারে। কী কারণ থাকতে পারে তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতেও বলেছেন এবং সাধারণ আলোচনাতেও সে বিষয়ে বলেছেন। বাড়িটা বানানো হয়েছিল প্রায় ৮০ বছর আগে। সেটা পুরোটাই একটা লিজ জমির ওপরে, লিজ জমির চতুর্দিকে আমার বাবা বাজার থেকে জমি কিনেছিলেন, বিশ্বভারতীর কাছ থেকে নয়। সেগুলোর সব রেজিস্ট্রিও করা আছে, তার মধ্যে কোনো গন্ডগোলক ছিল এটা ভাবার কোনও কারণ নেই।
Continues below advertisement
Tags :
Amartya Sen Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Shantiniketan Mamata Banerjee