Chrismas 2020: করোনা আবহে চেনা ভিড় নেই শুশুনিয়া, মুকুটমণিপুরে

Continues below advertisement
করোনা আবহ রয়েছে। তবুও ধীরে ধীরে যেন চেনা ছন্দে ফিরতে চাইছে মানুষ। এতদিন ঘরবন্দি থাকার পর পর্যটন ক্ষেত্রগুলি খুলতেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বড়দিনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ও মুকুটমণিপুরে পিকনিক করতে এসেছেন অনেকেই। তবে করোনা আবহে এবার ভিড় অনেকটাই কম। এক পর্যটকের কথায়, 'শুশুনিয়া পাহাড়ে ভোরে ওঠার মজা অন্যরকম।' আর পর্যটক বলছেন, 'প্রকৃতির সৌন্দর্য্যই উপভোগ করার জন্য এখানে ছুটে এসেছি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram