বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে অমিত মালব্যরা

Continues below advertisement

বছর গড়ালেই একুশের বিধানসভা ভোট। রণকৌশল ঠিক করতে রাজ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন মোদি-অমিত শাহর আরেক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক।
সোমবার কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এরাজ্যে নব-নিযুক্ত বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। বর্তমান সরকারের দিন ঘনিয়ে এসেছে বলেই তোপ তাঁর। সুনীল দেওধরও বঙ্গ বিধানসভায় তিন চতুর্থাংশ আসনে জেতার দাবি করেছেন। এর আগে সম্প্রতি রাজ্যে এসে দলের সামনে ২০০-র বেশি আসন জেতার টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। কীভাবে হবে লক্ষ্যপূরণ, সেই রণকৌশল ঠিক করতে আজ বৈঠক রাজ্য বিজেপি-র।
বিজেপি-র বৈঠককে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। সাংসদ সৌগত রায়ের খোঁচা, বোঝা যাচ্ছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব অপদার্থ। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পাল্টা, দিবাস্বপ্ন দেখছে ওঁরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram