বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে অমিত মালব্যরা
বছর গড়ালেই একুশের বিধানসভা ভোট। রণকৌশল ঠিক করতে রাজ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন মোদি-অমিত শাহর আরেক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক।
সোমবার কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এরাজ্যে নব-নিযুক্ত বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। বর্তমান সরকারের দিন ঘনিয়ে এসেছে বলেই তোপ তাঁর। সুনীল দেওধরও বঙ্গ বিধানসভায় তিন চতুর্থাংশ আসনে জেতার দাবি করেছেন। এর আগে সম্প্রতি রাজ্যে এসে দলের সামনে ২০০-র বেশি আসন জেতার টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। কীভাবে হবে লক্ষ্যপূরণ, সেই রণকৌশল ঠিক করতে আজ বৈঠক রাজ্য বিজেপি-র।
বিজেপি-র বৈঠককে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। সাংসদ সৌগত রায়ের খোঁচা, বোঝা যাচ্ছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব অপদার্থ। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পাল্টা, দিবাস্বপ্ন দেখছে ওঁরা।