Amit Shah Bengal Visit: মোহিত হয়ে বাউল গান শুনলেন অমিত শাহ, ঠুুকলেন তালও, রইল সঙ্গীত ভবনের পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান

Continues below advertisement

বিশ্বভারতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছাত্রীদের নৃত্যু পরিবেশনা দেখছেন তিনি। এর আগে বাউল গান শুনছেন তিনি। রবীন্দ্রভবন ঘুরে দেখেছেন তিনি। আজ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ঘুরে দেখলেন উপাসনা গৃহ। দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন। সকাল থেকেই প্রচন্ড ব্যস্ত। মধ্যাহ্নভোজের প্রস্তুতিও প্রায় সারা। বীরভূমের মাটি শক্ত করতে এবার বিজেপি বদ্ধপরিকর। গতকাল মেদিনীপুরে সভা করেন অমিত শাহ। সেখানে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের (TMC) একঝাঁক নেতা-নেত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram