Amit Shah's Bengal Visit: বোলপুরে শাহের মেগা রোড শো, রবীন্দ্র নৃত্য-বাউল গানে অভ্যর্থনার প্রস্তুতি তুঙ্গে
Continues below advertisement
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর মেগা রোড শো। শহরের হনুমান মন্দিরে চলছে সেই মেগা রোড শো'র প্রস্তুতি। বেলুন দিয়ে, বিজেপির দলীয় পতাকার রঙে সেজে উঠছে সেই এলাকা। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপির কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে বীরভূমের ডাকবাংলো থেকে শুরু হবে এই রোড শো। যে যে পথ দিয়ে এই র্যালি যাবে তার দু'পাশে সবুজ-গেরুয়া বেলুন দিয়ে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে সুবিশাল তোরণ। বোলপুর চৌরাস্তায় শেষ হবে এই রোড শো। জানা গিয়েছে, বীরভূম সফরে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক-সহ আশ্রম চত্বর ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র নৃত্য, বাউল গানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে।
Continues below advertisement
Tags :
Lunch Bolpur Birbhum WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 TMC WB Elections Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda BJP WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Amit Shah Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee