দশরথ তিরকে যোগদানের পরে আলিপুরদুয়ারে বিক্ষোভ দেখাল বিজেপিই, মেনে নিতে পারছেন না বলেই ক্ষোভপ্রকাশ, জানালেন বিক্ষোভকারীরা

Continues below advertisement
মেদিনীপুরে কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভায় অন্যদের সঙ্গে বিজেপিতে (BJP) যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূলের (TMC) চেয়ারম্যান দশরথ তিরকে। আর এরপরেই দশরথকে দলে নেওয়ার বিরুদ্ধে জেলায় মিছিল করলেন বিজেপি কর্মীরা। দশরথের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল হয় আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায়। মিছিলে যোগদানকারী বিজেপি নেতা কর্মীদের দাবি, বিজেপিতে দশরথ তিরকের যোগদান তাঁরা মানছেন না। দশরথকে নিয়ে বিজেপির অন্দরে বিক্ষোভের আঁচ ছড়াল আলিপুরদুয়ারে। ২০০১-২০১৪ কুমারগ্রাম বিধাসভা কেন্দ্রের RSP-র বিধায়ক ছিলেন তিনি। ২০১৪-তে তৃণমূলে যোগদান করেন। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে আলিপুরদুয়ারের সাংসদ হন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হন। অপরদিকে, দশরথের দল ছাড়ার প্রভাব দলে পড়বে না বলে দাবি জেলা তৃণমূলের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram