শান্তিনিকেতনে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহর, মেনুতে কী, দেখে নেওয়া যাক এক ঝলকে
Continues below advertisement
শান্তিনিকেতনে রতনপল্লিতে বাসুদেব দাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে মধ্যাহ্নভোজে বসেছেন তিনি। মেনুতে রয়েছে ভাত, মুগডাল, বেগুন ভাজা, পটল ভাজা, পালং শাকের তরকারি, আলু পোস্ত,পায়েস, টমাটোর চাটনি, মিষ্টি। সকাল থেকে রান্নার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বাউল পরিবারের সদস্যরা। ২টা ১০ নাগাদ বাসুদেব দাস বাউলের বাড়িতে এসে পৌঁছান অমিত শাহ। তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজনে বসেছেন অন্যান্য় বিজেপির অন্যান্য নেতারাও। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ' আজ আমার জন্য এক সৌভাগ্যময় দিন। বিশ্বভারতীতে পৌঁছে সেই মহামানবকে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সুযোগ মিলল আজ। সেই মহামানব দুনিয়াজুড়ে ভারতীয় জ্ঞান, দর্শন, কলা, সাহিত্যের ভিত্তি মজবুত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তি ছিলেন যিনি সেই জমানায় থাকা রাষ্ট্রবাদের দুই ধারার প্রমুখ নেতা সুভাষ চন্দ্র বসু ও গাঁধীজিকে প্রেরণা জুগিয়েছেন। তিনি বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মাধ্যমে ভারতীয় সাহিত্য, ভাষা, দর্শন, কলা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। দুনিয়ার প্রচুর ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ভারতের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন।'
Continues below advertisement
Tags :
Amit Shah's Lunch Amit Shah Having Lunch At Basudeb Das's Residance Amit Shah’s Bengal Visit Amit Shah In Bengal Amit Shah