TMC's Press Meet amid Amit Shah's Visit: 'শুভেন্দুর মতো খুচরো চলে যাওয়ায় তৃণমূলের কোনও ক্ষতি হয়নি', দলবদল নিয়ে খোঁচা সুব্রতর

Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুর সফরে তিনি। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের প্রকল্প নিয়ে লজ্জাজনক ভাবে ভুল তথ্য পরিবেশন করছেন কেন্দ্রের মন্ত্রীরা। তিনি জানান, 'দুয়ারে সরকার কর্মসূচি এক কোটি বেশি মানুষের কাছে পৌঁছেছে। দুয়ারে সরকার কর্মসূচি একটা ইতিহাস। সরাসরি মানুষের কাছে গিয়ে, তাঁদের উপকার করা গোটা ভারতে কোনও নিদর্শন নেই। একে ব্যাঙ্গ না করে অন্য সরকার বা কেন্দ্রীয় সরকার একে অনুকরণ করুক। মানুষের ভালো করতে, ভালো কিছু অনুকরণ করাই যায়।' শুভেন্দুর দলত্যাগ প্রসঙ্গে সুব্রত বলেন, 'ওর দলত্যাগে তৃণমূলের কিছুই হয়নি। এই খুচরো চলে যাওয়ায় আমাদের দলে কোনও প্রভাব পড়বে না। এটা একটা রাজনৈতিক অসুখ। সেই প্রথা চলে আসছে মির্জাফর-জগৎ শেঠের আমল থেকে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram