চারিদিকে ধ্বনি 'ভারত মাতা কি জয়', তারই মধ্যে অমিত বললেন “বেজে গিয়েছে মমতা সরকারের মৃত্যুঘণ্টা, পরিবর্তন আসন্ন”
Continues below advertisement
বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বাঁকুড়ায় পৌঁছেছেন অমিত শাহ। কর্মসূচি অনুযায়ী, তিনি এসেছেন পুয়াবাগান মোড়ে। সেখানে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে বাংলায় আমার দুদিনের কর্মসূচি শুরু হল। আমি কাল এসেছি, যেখানে গেছি সেখানে মানুষ আমায় ভালবেসেছেন। তাঁর দাবি, কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি ক্রোধ আর মোদিজির ওপর ভরসার কথা বলেছেন।" তাঁর কথায়, "মোদি সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। কৃষকরা কিছু পাননি, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন না এখানকার মানুষরা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এই যোজনা মানুষের কাছে পৌঁছালে তাঁর সরকারের ভিত নড়ে যাবে।" তাঁর হুঁশিয়ারি, “মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।"
Continues below advertisement
Tags :
Administration Meeting ABP Ananda LIVE Bankura Abp Ananda Kolkata Amit Shah In Bengal BJP Amit Shah