জলে পড়ে থাকায় পচন! দাম দ্বিগুণ, তাও বাজারে অমিল সবজি
Continues below advertisement
হুগলির সিঙ্গুর-সহ একাধিক এলাকায় উমপুনের জেরে সব্জিচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার কৃষকদের কথায়, প্রায় ৮০ শতাংশ সব্জিই নষ্ট হয়ে গিয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাজারেও, ফলে সব্জির দামও আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোনও উপায় নেই কৃষকদের।
Continues below advertisement
Tags :
Farmers Of West Bengal West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone West Bengal Cyclone Amphan Amphan Effect Abp Ananda