আনন্দ লাইভ: কোচবিহারে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, বর্ধমানে জেপি নাড্ডার রোড শোয়ের অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক

Continues below advertisement
কোচবিহারে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। কোচবিহার ২ নম্বর ব্লকের মরিচবাড়ির ঘটনা। রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খবর পুলিশ সূত্রে। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূল জেলা সভাপতি।
নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সংঘাত। আজ তমলুকের সভায় ফের ভাইপো-কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নাম না করে গঙ্গারামপুরের সভায় শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহিরাগত ইস্যুতেও চলছে তৃণমূল-বিজেপি তরজা।
নেতাইয়ের সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। বৃহস্পতিবার তিনি হুমকি দেন, নেতাই থেকেই পেটাই শুরু হবে। একই দিনে সভা করে শুভেন্দুও কটাক্ষের সুরে বলেছেন, শহিদ দিবস নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
রাজভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে, তৃণমূল নেতাদের দল ছাড়ার হিড়িক। বাঁকুড়ার চায়ে পে চর্চার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসকদল।
বর্ধমানে জেপি নাড্ডার রোড শোয়ের অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক। প্রথম পছন্দের রুটে অনুমতি না পাওয়ায়, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বিকল্প রুটে রোড শো-এর অনুমতি মিলেছে। প্রশাসন নিয়ম মাফিক কাজ করেছে, বলে দাবি করেছে তৃণমূল।
তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার বারাসাতের বনমালীপুরে। অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী কাউন্সিলর। তৃণমূলের দাবি, পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে বিরোধীরা। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই সব পোস্টার পড়েছে।
একশো দিনের প্রকল্পে টেন্ডারিংয়ে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ করেছেন কয়েকজন দলীয় কর্মী। মালদার চাঁচলের ঘটনা। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
কালিম্পঙে বিনয় তামাঙ্গের জেলা অফিস ভাঙচুরের অভিযোগ উঠল গুরুঙ্গপন্থীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তামাঙ্গপন্থীরা। যদিও গুরুঙ্গপন্থীরা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন।
কোচবিহারে কাটছে না তৃণমূলের অস্বস্তি। জেলা সভাপতির বিরুদ্ধে এবার বিদ্রোহের সুর খোদ জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের গলায়। আলোচনা করে ব্লক কমিটি গঠনের সিদ্ধান্ত উচিত ছিল মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। ঘটনায় কটাক্ষের সুর বিজেপির গলায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram