আনন্দ লাইভ: দলত্যাগীদের 'লোভী-ভোগী' কটাক্ষ মমতার, গুড়াপে 'ভাইপো' খোঁচা শুভেন্দুর

Continues below advertisement
বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে, রাজ্য সরকার তদন্ত করছে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে নাম না করে দুর্নীতির অভিযোগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণের পাশাপাশি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের আমোদপুরে অনুব্রত মণ্ডলের জনসভার আগে তৃণমূলের মিছিল থেকে ফের উঠল ‘খেলা হবে’ স্লোগান। আসল খেলোয়াড় জনগণ। বিজেপিকে জিতিয়ে তারাই জবাব দেবে। কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।
অধিকারী পরিবারের গড় কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিজেপি নেতার ফেসবুক পোস্টে বিতর্ক। ছ’বছর আগে চণ্ডীপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন এক যুবক। তাকে সঙ্গে নিয়ে ভিডিও পোস্ট করলেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
ক্ষমতায় এলে সিঙ্গুরের মাটিতে মন্ত্রিসভার বৈঠক হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, কী কারখানা করা যায়। কারখানা তৈরি করার দাবিতে সিঙ্গুরে প্রতীকী শিল্যান্যাস করে দাবি সিপিএমের। চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে কিছু করতে পারেনি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
এবার দলের ব্লক সভাপতির বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। পাল্টা বিধায়কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ব্লক সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে শাসকদল, কটাক্ষ বিজেপির। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের।
ভোটের মুখে বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠল বাঁকুড়ায়। পাত্রসায়রে মারধরের অভিযোগ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির দাবি, তিনি বিজেপির যুব মোর্চার সদস্য। যদিও তা মানতে রাজি নয় নেতৃত্ব।
জলপাইগুড়িতে তৃণমূলের সমর্থনে আজ প্রচার অভিযান করেন বিমল গুরুং। প্রচারের মাঝেই, তিনি বলে, তৃণমূল, সরকার গঠন করলেও, ফল ভালো হবে না। মোর্চা নেতার বেফাঁস মন্তব্যকে আমল দিতে চায়নি তৃণমূল। তবে এনিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram