আনন্দ লাইভ: জোড়াবাগানে মামার বাড়ি বেড়াতে এসে বালিকার রহস্যমৃত্যু, শনিবার কাঁথিতে Abhishek Banerjee-র সভায় আমন্ত্রিত নন Dibyendu Adhikari

Continues below advertisement
মামারবাড়ি বেড়াতে এসে বালিকার রহস্যমৃত্যু। জোড়া বাগানে মিলল দেহ। নির্যাতনের পর খুন। এমনটাই অভিযোগ করেছেন বিদায়ী কাউন্সিলর। জানা গিয়েছে, মৃত শিশুর বয়স ৯ বছর। তার বাড়ি শোভাবাজারে। সেখান থেকে দিদার বাড়ি জোড়াবাগানে আসে। কাল রাত ৮টার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পড়শির বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। উদ্ধার হয়েছে ভাঙা দাঁত, রক্তমাখা ছুরি, ছেঁড়া চুল। পুলিশ জানিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ। পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। অন্যদিকে, বলতে উঠতেই দাবি দেওয়া নিয়ে সরব। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি-উপজাতির সম্মেলনে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বিজেপির কথায় চলবেন না বলে কড়া বার্তা। "২০১৪-তে টেট (TET) শুধু নিয়োগ হয়েছে তৃণমূল (TMC) কর্মীদের। তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলরা (Anubrata Mandal)।" বিস্ফোরক অভিযোগ সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর। অনুব্রত মণ্ডল বলেন, "উনি নিজে দুর্নীতিগ্রস্ত, চোর। আমাদের নাম দিয়ে যদি বাঁচা যায় সেই চেষ্টাই করেছে। সেই কারণেই আমাদের নাম করেছে। ওর চেয়ে বড় চোর কেউ নেই।" এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "এতদিন এই কথা যাঁরা চাকরির পরীক্ষার্থী ছিলেন তাঁরা বলতেন, পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীরা, বেকার যুবক-যুবতীরা বলতেন, এখন তৃণমূল কংগ্রেস থেকে যিনি এসেছেন তিনি বলছেন। বিশ্বজিৎবাবু যদি এটা নাও বলছেন তবুও এটা বিশ্বাস করা যেত।" শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। সভায় আমন্ত্রণ জানানো হবে শিশির অধিকারীকে (Sisir Adhikari)। ডাকা হবে না দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari)। তৃণমূল সূত্রে খবর এমনটাই। আগে নিজের অবস্থান স্পষ্ট করুক দিব্যেন্দু। "আমার অবস্থান স্পষ্ট আছে। আমন্ত্রণ না জানালেও কিছু যায় আসে না।" মন্তব্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর।  সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram