আনন্দ লাইভ: জেলা মুখপাত্র ও কোর কমিটি থেকে ইস্তফা উত্তরপাড়ার TMC বিধায়ক Prabir Ghosal-এর
Continues below advertisement
লালকেল্লা থেকে দিল্লির মুকারবা চক কিংবা ITO। মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনে আঁচ ছড়াল দিল্লির বিভিন্ন এলাকায়। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকল ট্র্যাক্টর র্যালি। পাল্টা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ।
কৃষক আন্দোলনের জেরে শীতের দিল্লি যেমন উত্তপ্ত, তেমনি ভোটের মুখে চড়ছে বঙ্গ রাজনীতির আঁচও। দলবদলের জল্পনা বাড়িয়ে এবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। শুধু ইস্তফা দেওয়াই নয়, সমস্ত দলীয় পদ ছেড়ে একাধিক বিস্ফোরক মন্তব্যও করেছেন প্রবীর ঘোষাল। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে শোকজও করেছে তৃণমূল কংগ্রেস। যদিও তাতে গুরুত্ব দিচ্ছেন না প্রবীর ঘোষাল। বিজেপিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পাল্টা প্রশ্ন, নরেন্দ্র মোদি কেন দু-জায়গায় দাঁড়িয়েছিলেন?
আজ অধীর চৌধুরী বলেছেন, বিধানসভা ভোটে মুর্শিদাবাদ থেকে খালি হাতে ফিরবে তৃণমূল ও বিজেপি। একটা আসনও তাদের পেতে দেবেন না তিনি। পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকেই হারানোর দাবি করেছে তৃণমূল ও বিজেপি।
রামপুরহাটের বিজেপির অফিসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করায় বিতর্ক। বিষয়টি নজরে পড়তেই পতাকা নামিয়ে, তা ঠিক করে ফের উত্তোলন করেন দিলীপ ঘোষ। কটাক্ষ তৃণমূলের। গুরুত্বে নারাজ বিজেপির রাজ্য সভাপতি।
একই কাটআউটে প্রধানমন্ত্রীর নীচে মণীষীদের ছবি ঘিরে বিতর্কে সরগরম বালুরঘাট। বিজেপি সাংসদের নামে দেওয়া কাটআউটের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কেন্দ্রে গিয়ে দেওয়াল লিখনে তুলি ধরলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামী। রবীন্দ্রনাথ ঘোষের অবশ্য দাবি, নাটাবাড়িতে তৃণমূলের যেই প্রার্থী হবে, সে-ই জিতবে।
কৃষক আন্দোলনের জেরে শীতের দিল্লি যেমন উত্তপ্ত, তেমনি ভোটের মুখে চড়ছে বঙ্গ রাজনীতির আঁচও। দলবদলের জল্পনা বাড়িয়ে এবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। শুধু ইস্তফা দেওয়াই নয়, সমস্ত দলীয় পদ ছেড়ে একাধিক বিস্ফোরক মন্তব্যও করেছেন প্রবীর ঘোষাল। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে শোকজও করেছে তৃণমূল কংগ্রেস। যদিও তাতে গুরুত্ব দিচ্ছেন না প্রবীর ঘোষাল। বিজেপিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পাল্টা প্রশ্ন, নরেন্দ্র মোদি কেন দু-জায়গায় দাঁড়িয়েছিলেন?
আজ অধীর চৌধুরী বলেছেন, বিধানসভা ভোটে মুর্শিদাবাদ থেকে খালি হাতে ফিরবে তৃণমূল ও বিজেপি। একটা আসনও তাদের পেতে দেবেন না তিনি। পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকেই হারানোর দাবি করেছে তৃণমূল ও বিজেপি।
রামপুরহাটের বিজেপির অফিসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করায় বিতর্ক। বিষয়টি নজরে পড়তেই পতাকা নামিয়ে, তা ঠিক করে ফের উত্তোলন করেন দিলীপ ঘোষ। কটাক্ষ তৃণমূলের। গুরুত্বে নারাজ বিজেপির রাজ্য সভাপতি।
একই কাটআউটে প্রধানমন্ত্রীর নীচে মণীষীদের ছবি ঘিরে বিতর্কে সরগরম বালুরঘাট। বিজেপি সাংসদের নামে দেওয়া কাটআউটের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কেন্দ্রে গিয়ে দেওয়াল লিখনে তুলি ধরলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামী। রবীন্দ্রনাথ ঘোষের অবশ্য দাবি, নাটাবাড়িতে তৃণমূলের যেই প্রার্থী হবে, সে-ই জিতবে।
Continues below advertisement
Tags :
Prabir Ghosal WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Tractor Rally Khobor Bangla Khabar Bangla News Live News Bangla Ajker Bangla Khabar Bengali News Live Bengali News Bangla News Live Bangla News Bangla Khabar Ajker Khobor ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Delhi Farmers Protest West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee