আনন্দ লাইভ: শালিমার স্টেশনের বাইরে শ্যুটআউট, খুন যুব তৃণমূল নেতা, প্রতিবাদে বাইকে আগুন, দোকান ভাঙচুর

Continues below advertisement
শালিমার স্টেশনের বাইরে শ্যুটআউট। খুব সামনে থেকে মাথায় গুলি করে খুন করা হল যুব তৃণমূল নেতাকে। জখম এক তৃণমূলকর্মীও। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বাইকে আগুন ও দোকানে ভাঙচুর করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে দাবি করেছে বিজেপি। 
বোলপুরের সভা থেকে বিজেপির উদ্দেশ্য ফের বহিরাগত-আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলায় ঘৃণার রাজনীতির আমদানি করেছে বিজেপি। গেরুয়া ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে মমতার চ্যালেঞ্জ, আগামী ভোটে ৩০টা আসন পাক, তারপর ২৯৪-এর কথা ভাববে! এই নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, কাঁথিতে তৃণমূলের সভায় অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই। এবার তাঁরাও কি বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন? মঙ্গলবার খড়দার সভা থেকে সেই জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি তৃণমূলের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শেখ সুফিয়ান-সহ ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা বলে দাবি তৃণমূলের।
এবার বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার হুমকি দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।
মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির ফেসবুক প্রোফাইলে এখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি। দল পছন্দ না হলে অন্য দলে যেতেই পারেন, ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। তৃণমূলে প্রকৃত সম্মান পাচ্ছেন না, আমাদের দলে আসুন, মন্তব্য করেছে বিজেপি।
খড়গপুরে দলের হিন্দিভাষী কর্মীদের নিয়ে সভা করল তৃণমূল। বিধানসভা ভোটের আগে শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। হিন্দিভাষীরা তাদের পাশেই থাকবেন বলে দাবি করেছে গেরুয়া শিবির।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের নানা জায়গায় পথে নেমেছে বাম ও কংগ্রেস। আজ জলপাইগুড়িতে কৃষি আইনের বিরোধিতায় নতুন শপিং মল বন্ধ করে দেয় বামেরা। এই নিয়ে  রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। কলকাতায় রানি রাসমনি রোডে অবস্থান বিক্ষোভ চালায় বাম ও কংগ্রেস। এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছে বিজেপি।
পূর্ব মেদিনীপুরের ২ সদ্যোজাতের শরীরে করোনার অ্যান্টিবডির হদিশ। দু’জনই কোলাঘাটের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গর্ভেই করোনা সংক্রমণ হয়েছে বলে অনুমান চিকিৎসকদের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram