Visva-Bharati: অমর্ত্য সেনকে হেনস্থা করার উদ্দেশ্য বিশ্বভারতীর নেই, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বললেন উপাচার্য

Continues below advertisement

‘অমর্ত্য সেনের বই পড়ে অনেক কিছু শিখেছি। অমর্ত্য সেনকে হেনস্থা করার উদ্দেশ্য বিশ্বভারতীর নেই। এটা মনগড়া খবর। অডিটে কিছু অবজেকশন এসেছে, ৭৭ একর জমি কব্জা হয়েছে। সেই জমির মধ্যে কিছু মানুষের জমি আছে। কাউন্সিলে আলোচনা করার পর সিদ্ধান্ত। অডিট রিপোর্টে অমর্ত্য সেনের নাম আছে। বিশ্বভারতী এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। অমর্ত্য সেনের কোনও কথা হয়নি। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি। কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও উপাচার্য বিজেপি এমনটা নয়। বিশ্বভারতীতে উপাচার্যের ধর্ম পালন করছি। বিশ্বভারতীর কিছু ঘটনা অনভিপ্রেত। বিশ্বভারতীকে বিশ্ব ভারতী করার চেষ্টা করছি। বিশ্বভারতীর উন্নতিতে কাজ করে চলেছি। রবীন্দ্র ভবনে চেয়ার নয়, জানালার ধারে গদি দিয়ে বসানো হয় অমিত শাহকে। এখানে বসেছিলেন জওহরলাল নেহরু, শেখ হাসিনা, নরেন্দ্র মোদি। ৪ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ককে চিঠি পাঠিয়েছিলাম। বোলপুরে মমতা এসেছিলেন, দেখা করার জন্য চিঠি পাঠিয়েছিলাম। মিথ্যা প্রচার করা হচ্ছে, সংকীর্ণ মানসিকতার পরিচয়। আমফানের পর মুখ্যমন্ত্রীর তহবিলে ৪৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ৭৭ একর কব্জা করা জমির মধ্যে আরও অনেক বিখ্যাত মানুষের নাম রয়েছে। রাস্তা সংস্কার করেছে বিশ্বভারতী। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করেছি। রাস্তার পাশে আনন্দ পাঠশালা আছে। ছুটির পর বাচ্চার ছোটাছুটি করে, নিরাপত্তার জন্য মাঝেমধ্যে রাস্তা বন্ধ করেছি। শিক্ষাভবনের পর রাস্তা মেরামতি হয়েছে, কিছুটা মেরামতি বাকি আছে।’ এবিপি আনন্দকে দেওয়া এক্লক্লুসিভ সাক্ষাৎকারে বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram