Ananda Sakal I: ‘ভাইপো’ তরজায় সরগরম রাজনীতি , রাজ্যে জাঁকিয়ে শীত, সঙ্গে অন্যান্য খবর
'কে ভাইপো? ক্ষমতা থাকলে নাম নিন।' কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh। 'পিসি বললে কাউকে বোঝাতে হয় না,' পাল্টা খোঁচা দিলীপের (Dilip Ghosh)। বাংলার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠছে TMC-BJP-র বাকযুদ্ধ। মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সফরসুচি বদলে গতকালই বাঁকুড়ায় যান মুখ্যমন্ত্রী। 'কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল সাংসদ-বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রী,' কটাক্ষ দিলীপ ঘোষের। পাল্টা আক্রমণে তৃণমূল। অন্যদিকে নভেম্বরের শেষ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত (Winter)। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকালের তুলনায় তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন কলকাতা ও আশপাশের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া সূত্রে খবর।