Dilip On Anubrata: ওঁকে একটু কোণে জায়গা তো দিতেই পারি আমরা, অনুব্রতকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement
কালীপুজোর সময় ৩০০ ভরি সোনায় মাকে সাজিয়ে ২২০ আসনের প্রার্থনা করেছিলেন Anubrata Mondal। বৃহস্পতিবার তারাপীঠে পুজো দেন বীরভূমের Trinamool Congress-এর জেলা সভাপতি। এবারের প্রার্থনা বিধানসভা ভোটে ২২০ থেকে ২৩০ আসনের।  এই নিয়ে Anubrata Mandal-কে কটাক্ষ করতে ছাড়েননি BJP-র রাজ্য সভাপতি Dilip Ghosh। তিনি বলেন, 'আমি জানি না ২২০টা BJP-র জন্য বলেছেন না কি Trinamool Congress-এর জন্য বলেছেন। BJP-র জন্যও বলতে পারেন। কারণ যেভাবে সবাই আসছে এরপর হয়তো ওঁনারও লাইন লেগে যাবে।' Anubrata Manadal-কে দলে নেবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কাকে নেওয়া হবে না হবে তা আমি একা ঠিক করব না। আমাকে উনি ওঁনার দলে আহ্বান করেছেন। ওই দলটা থাকলে তো আহ্বান করবেন। জানি না উনি কোথায় যাবেন সেটা আগামী দিন দেখা যাবে। আসতে চাইলে দল ভাববে। এত লোককে জায়গা দিয়েছে দল। একটু কোণে জায়গা তো দিতেই পারি আমরা তাঁকে। বিধানসভা ভোট এখনও বাকি কয়েক মাস। কিন্তু এখন থেকেই বাংলায় ভোটের উত্তাপ এতটাই যে মন্দিরে পুজো দেওয়া নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বীরভূমের লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দেন হুগলির BJP সাংসদ Locket Chatterjee। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে দলের সাফল্য চেয়েই তিনি পুজো দেন। কটাক্ষ করেন Anubrata Mandal-কে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram