Balurghat BJP Poster controversy: Modi-র ছবির নীচে মণীষীদের ছবি ঘিরে বিতর্ক, বাকযুদ্ধে বিজেপি-তৃণমূল

Continues below advertisement

একই কাটআউটে প্রধানমন্ত্রীর নীচে মণীষীদের ছবি ঘিরে বিতর্কে সরগরম বালুরঘাট। বিজেপি সাংসদের নামে দেওয়া কাটআউটের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও তৃণমূলের দাবি, প্রচারে আসতে এধরনের কাজ করেছে বিজেপি।কাটআউটে বড় অংশ জুড়ে ঝলমল করছে নরেন্দ্র মোদির ছবি। তার ঠিক নীচে জায়গা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, স্বামী বিবেকানন্দ ও ক্ষুদিরাম বসুর!
কাটআউটের নীচে লেখা সুকান্ত মজুমদার, সাংসদ। বালুরঘাটের বিজেপি সাংসদের নাম করে দেওয়া এই কাটআউট ঘিরে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের সকালে বিতর্কিত কাটআউট দেখা যায় বালুরঘাটের পতিরাম ও বোল্লা এলাকায়।
দলকে অপদস্থ করার অভিযোগে এদিন পতিরামে পথ অবরোধে করে বিজেপি। বালুরঘাটের বিজেপি সাংসদের দাবি, তিনি এ ধরনের কাটআউট তৈরির নির্দেশ দেননি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram