জনসংযোগ বাড়ানোই মূল লক্ষ্য, আজ থেকে 'বঙ্গধ্বনি কর্মসূচি' শুরু, চেতলায় ফিরহাদের মিছিল

Continues below advertisement

বঙ্গধ্বনি কর্মসূচি নিয়ে এবার নিজের নিধানসভা এলাকায় জনসংযোগ করছেন ফিরহাদ হাকিম।বঙ্গধ্বনি কর্মসূচি তৃণমূলের একটি নতুন জনসংযোগ কর্মসূচি। আজ থেকে শুরু হচ্ছে এইবঙ্গধ্বনি কর্মসূচি। টানা ১০ দিন ধরে চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তৃণমূলের জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তাদের জন্য, তা বিশদে বোঝাবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে বঙ্গধনি কর্মসূচি। চেতলা এলাকায় মিছিল করে ঘুরছেন ফিরহাদ হাকিম। সমস্ত বিধানসভা এলাকাতেই হচ্ছে এই কর্মসূচি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram