বেলেঘাটায় 'বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি', আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
Continues below advertisement
বেলেঘাটায় প্রোমোটারকে লক্ষ্য করে গুলি। অভিযোগ, গতকাল রাতে মধ্য মিয়াবাগান এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটার সুশান্ত দাসকে গুলি করে স্থানীয় দুষ্কৃতী গুড্ডু শর্মা। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রোমোটার। প্রোমোটিং বিবাদের জেরে গুলি কিনা, খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Promoter Was Shot Beleghat ABP News Live Bengali ABP Ananda LIVE Miscreants Abp Ananda Kolkata