বেলুড়: বাজি ফাটানো রুখতে গিয়ে আক্রান্ত ৭ পুলিশকর্মী! গ্রেফতার আবাসনের ৫ বাসিন্দা
Continues below advertisement
আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুড়ের বহুতল আবাসনে চলছিল বাজি ফাটানো। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম ৭। ঘটনায় গ্রেফতার ৫ আবাসিক। পুলিশ সুত্রে খবর, বেলুড়ের ওই আবাসনে বাজি ফাটানোর কথা জানতে পেরে গতকাল রাত ৯টা নাগাদ হানা দেয় বালি থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পর কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, সেই সময়ে পুলিশকর্মীদের ওপর চড়াও হন বাসিন্দারা। দুজন পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
Continues below advertisement