Belur Math Reopening: বিধি-নিষেধ মেনেই ১০ ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ
Continues below advertisement
কোভিড-কালে টানা ১৯২ দিন বন্ধ থাকার পর ১০ ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য ফের খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। সকাল ৮.৩০ থেকে সকাল ১১টা ও বিকেল ৩.৩০ থেকে বিকেল ৫.১৫ পর্যন্ত, দিনের নির্দিষ্ট এই দুই সময়ে বেলুড় মঠে ঢোকা যাবে। দর্শনার্থীদের কোভিড বিধি মেনে মঠে প্রবেশ করতে হবে। মঠে প্রবেশ করার সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে, সঙ্গে হাত ধুতে হবে দর্শনার্থীদের। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক বাধ্যতামূলক হচ্ছে। একাধিক বিধিনিষেধ থাকছে। মূল মন্দিরে ভক্তদের ধ্যান নিষিদ্ধ, হবে না আরতি দর্শন। এছাড়াও প্রসাদ বিতরণও বন্ধ থাকছে। সামাজিক দূরত্ব বিধির জন্য সন্ন্যাসী মহারাজদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। গত বছর ২৪ মার্চ প্রথম দফার লকডাউন ঘোষণার পরই বেলুড় মঠের দরজা বন্ধ হয়েছিল।
Continues below advertisement