২৩ জানুয়ারি জাতীয় ছুটি চেয়ে Narendra Modi-কে চিঠি Mamata Banerjee-র
Continues below advertisement
২৩ জানুয়ারি জাতীয় ছুটি চেয়ে প্রধানমন্ত্রী Narendra Modi-কে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। জানা গিয়েছে, সেই চিঠিতে দাবি করা হয়েছে, ২৩ জানুয়ারি Netaji Subhas Chandra Bose -র জন্মদিন। সেদিন National Holiday হিসেবে ঘোষণা করা হোক। এ বিষয়ে যাতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন Prime Minister নরেন্দ্র মোদি, চিঠিতে এমনটাও উল্লেখ। পাশাপাশি সামনের বছর নেতাজির ১২৫তম জন্মপূর্তি বর্ষ। এই বর্ষে যাতে Netaji-র অন্তর্ধান রহস্য উন্মোচিত হয়, তার ব্যবস্থা করুন Narendra Modi।
Continues below advertisement
Tags :
ABP Live Live A Chief Minister Mamata Banerjee Prime Minister Narendra Modi Abp Ananda Netaji Birthday