Bengal Governor Press Meet: 'আশ্বাস দিচ্ছি, আগামী নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ হবে', সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল

Continues below advertisement
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল দাবি করেন, 'আমার শপথের অংশ হল ভারতীয় সংবিধানকে সংরক্ষিত ও রক্ষা করা। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের সেবায় কাজ করা। আমি এই কর্তব্য থেকে কখনও বিরত হব না।' তিনি অভিযোগ করেন, 'রাজ্যে নির্বাচনের চিত্র ভয়াবহ। তাই আমি আশ্বস্ত করছি আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।' মমতা যখন কোচবিহারে জনসভা করছেন, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি রাজ্যের আইপিএসদের নিশানা করেন। তিনি বলেন, 'রাজ্যপাল হিসেবে এটা প্রত্যাশিত যে প্রশাসনের প্রোটোকলে নজর রাখব। ব্যক্তিগত ভাবে আমার কোনও ইগো নেই।কিন্তু রাজ্যপাল একটা পদ, যেমন মুখ্যমন্ত্রী একটা পদ। এখানে যা হচ্ছে, দেশের অন্য কোনও অংশে সেটা হচ্ছে না। এর জন্য আমি লজ্জিত। এটাই বলতে পারি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram