Mamata Banerjee at Midnapore: 'কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, তারাই আজ বিজেপির বড় রক্ষক', একযোগে বিজেপি-সিপিএমকে নিশানা মমতার

Continues below advertisement

'সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক। কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, তারাই আজ বিজেপির বড়ো রক্ষক। বিজেপির অনেক টাকা আছে, গুণ্ডা আছে অথচ শুধু আমাদের পুলিশদের গালাগালি দাও। তোমাদের সব থাকলেও, তোমাদের তৃণমূল কংগ্রেসের মতো কর্মী নেই।' মেদিনীপুরের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তিনি কৃষক আন্দোলনের সমর্থনে কিছু কর্মসূচির ঘোষণা করেন। বাংলা গুজরাত হবে না, অকপট মুখ্যমন্ত্রী। "তৃণমূল কংগ্রেস বটবৃক্ষ হয়ে গেছে, এখানে হাত দেওয়ার জায়গা নেই। যে কোনও দল কিনতে পার, তৃণমূলকে কিনতে পারবে না। সবার টাকার জবাব চাও, অথচ পিএম কেয়ার্সের হিসেবে দাও না। একটা সাদা নথি দেখতে পার না।" মেদিনীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram